ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্কুলে ফিরেছে পুত্র, উচ্ছ্বসিত চঞ্চল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২১
স্কুলে ফিরেছে পুত্র, উচ্ছ্বসিত চঞ্চল

প্রায় দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) খুলে দেওয়া হয়েছে স্কুল। চিরচেনা ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর পুত্র শৈশব রোদ্দুর শুদ্ধও। তারই একটি ছবি ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চঞ্চল।

চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরী দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ। ১২ বছর বয়সী শুদ্ধ নগরীর একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে তার সঙ্গে ক‌্যামেরাবন্দি হন চঞ্চল। এ অভিনেতা বলেন, ‘গতকাল ছিল শুদ্ধর জন্মদিন। যারা শুদ্ধকে ভালোবাসেন, স্নেহ করেন, সবাই আশীর্বাদ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। প্রায় দেড় বছর পর আজ শুদ্ধর স্কুল খুলল।’

চঞ্চল চৌধুরী মনে করেন, সন্তানের আষ্টেপৃষ্টে লেগে থাকতে হয় বাবা-মাকে। তিনি বলেন, ‘আমার সন্তান বড় হবে আর কেয়ার করব না—তা তো হয় না। সন্তানের সঙ্গে আষ্টেপৃষ্টে লেগে থাকতে হয়। শুধু লেখাপড়া করালেই হয় না, তাদের সময় দেওয়া উচিত। এই সময় বিপজ্জনক সময়। কিশোর-কিশোরীদের জন্য স্পেশাল কেয়ার রাখা উচিত। তাদের ইচ্ছা-অনিচ্ছা, তারা কোথায় যায়, কী করে-খেয়াল রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ে চলে গেলে আর কোনো ঝামেলা নেই।’

পড়াশোনার পাশাপাশি সংগীতের তালিম নিচ্ছে শুদ্ধ। বছর দুয়েক আগে বাবা-ছেলের গাওয়া রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা’ গানটি ফেসবুকে প্রকাশের পর শ্রোতাদের দারুণ প্রশংসা কুড়ান তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়