ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রণোদনার দাবিতে প্রদর্শনী বাতিল করলো ঢাকা থিয়েটার-আরণ্যক

সাংস্কৃতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রণোদনার দাবিতে প্রদর্শনী বাতিল করলো ঢাকা থিয়েটার-আরণ্যক

দীর্ঘ পাঁচ মাস পর চলতি মাসের শুরুতে খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট‌্যশালার মিলনায়তন। শুরু থেকেই এক বছরের মিলনায়তন ভাড়া মওকুফ ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়ে আসছে নাট‌্য সংশ্লিষ্টরা। এবার নাট্য প্রদর্শনী বাতিল করলো ঢাকার প্রথম সারির দুই নাট্যদল ঢাকা থিয়েটার ও আরণ্যক। আগামী ১৭ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালায় নাটক প্রদর্শনীর জন্য এ দুটো দলকে মিলনায়তন বরাদ্দ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘শর্ত সাপেক্ষে নাট্য প্রদর্শনী বাতিল করেছি। আমাদের চাওয়া আগামী এক বছর শিল্পকলার সকল মিলনায়তনের ভাড়া সাংস্কৃতিক সংগঠনের জন্য মওকুফ করতে হবে। পাশাপাশি সকল সাংস্কৃতিক সংগঠনকে বিশেষ প্রণোদনা দিতে হবে।’

গতকাল সন্ধ্যায় ঢাকা থিয়েটার ও আরণ্যক মিলনায়তন বরাদ্দ কমিটিকে বিষয়টি জানিয়েছে। ঢাকা থিয়েটারের প্রধান ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘মহামারি করোনার কারণে দেশের প্রায় সব সাংস্কৃতিক সংগঠনই আর্থিক সংকটে পড়েছে। সরকারকে সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই।’

একই দাবি জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছে লিখিত চিঠি দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত ৮ সেপ্টেম্বর সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে এ চিঠি লিখেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। তাতে শিল্পকলা একাডেমির সকল মিলনায়তনের ভাড়া এক বছরের জন্য মওকুফ এবং প্রতিটি অনুষ্ঠানের জন্য আয়োজনকারী সাংস্কৃতিক সংগঠনকে ৫ হাজার টাকা বিশেষ প্রণোদনা দেয়ার আবেদন জানানো হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়