ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চঞ্চলের মাথা ন‌্যাড়া কেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২১
চঞ্চলের মাথা ন‌্যাড়া কেন?

ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী

‘আয়নাবাজি’ সিনেমায় বহুরূপী চঞ্চলকে দেখেছেন দর্শক। সিনেমাটিতে তার অভিনয় দাগ কেটেছিল দর্শক মনে। তারপর নানা চরিত্রে হাজির হয়েছেন তিনি। এবার ভিন্ন লুকে ক‌্যামেরাবন্দি হলেন চঞ্চল চৌধুরী। যা নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় চলছে আলোচনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চঞ্চল তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়—চঞ্চলের মাথা ন‌্যাড়া, অল্প কিছু গোঁফ, থুতনিতে রাখা ছোট আকৃতির কিছু দাড়ি। শক্ত চোয়াল, চোখে তীক্ষ্ম দৃষ্টি। আর ক‌্যাপশনে লিখেছেন, ‘বলি? না থাক…বলবো না…।’

মূলত এ ছবি প্রকাশ‌্যে আসার পরই চঞ্চল চৌধুরীর লুক নিয়ে আলোচনার সূত্রপাত। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই নতুন কোনো চরিত্রের প্রয়োজনে এমন রূপে ধরা দিয়েছেন চঞ্চল। অয়ময় হাসান লিখেছেন, ‘আসছে হয়তো নতুন কোনো রূপে, নতুন কোনো চরিত্রে...দেখা যাক। অপেক্ষায় থাকলাম…।’ তামজির হোসাইন লিখেছেন, ‘নতুন কোনো ওয়েব সিরিজের মুখ মনে হচ্ছে। যদি হয় তাহলে খুব খুশি হবো। কারণ অপনার কাজগুলো এক একটি অসাধারণ।’

চঞ্চল ভক্তরা লুক নিয়ে নানা আলোচনা করলেও এ বিষয়ে মুখ খুলেননি এই অভিনেতা। তবে কয়েক দিন আগে চঞ্চল তার নতুন ওয়েব সিরিজে কাজ করতে যাওয়ার কথা জানান। ওয়েব সিরিজটির নাম ‘বলি’। এটি নির্মাণ করছেন শংখ দাশগুপ্ত। গত ১৪ সেপ্টেম্বর থেকে এর দৃশ‌্যধারণের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন—‘‘শংখ মেধাবী একজন নির্মাতা। দুই/তিন বছর আগে তার সাথে পরিচয়। আস্তে আস্তে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘বলি’ নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা। ‘বলি’ টিমের সবাই আশাবাদী, আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবো।’’

টিভি নাটক, চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব দুনিয়ায়ও নাম লেখিয়েছেন চঞ্চল চৌধুরী। ‘তকদীর’ তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। এটি নির্মাণ করেন তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ওয়েব সিরিজটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান এই অভিনেতা। ‘বলি’ চঞ্চল চৌধুরীর দ্বিতীয় ওয়েব সিরিজ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়