ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পরিচালনা ছাড়ছেন প্রভুদেবা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২১  
পরিচালনা ছাড়ছেন প্রভুদেবা

ভারতীয় অভিনেতা-কোরিওগ্রাফার ও নির্মাতা প্রভুদেবা। বেশকিছু জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন। তবে শোনা যাচ্ছে, আপাতত তিনি আর সিনেমা পরিচালনা করবেন না।

‘ওয়ান্টেড’, ‘রাউডি রাঠোর’, ‘সিং ইজ ব্লিং’ প্রভৃতি সিনেমায় ক্যামেরার পেছনে নিজের দক্ষতা দেখিয়েছেন প্রভুদেবা। কিন্তু তার সর্বশেষ পরিচালিত ‘দাবাং-থ্রি’ ও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ন্টেড ভাই’ সিনেমা দু’টি খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তাই আপাতত পরিচালকের চেয়ারে না বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রভুদেবা পরিচালিত প্রথম সিনেমা ‘নুবোসতোনাতে নেনোদ্দানতানা’। তেলেগু ভাষার এই সিনেমা মুক্তি পায় ২০০৫ সালে।

জানা গেছে, এখন অভিনয়ের বিষয়ে মনোযোগী হতে চাইছেন প্রভুদেবা। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। আরো কিছু ভালো চিত্রনাট্যের সিনেমা খুঁজছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়