Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪৩

মাকে স্মরণ করে আবেগাপ্লুত অপু বিশ্বাস

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২১  
মাকে স্মরণ করে আবেগাপ্লুত অপু বিশ্বাস

অপু বিশ্বাস গত বছর এই দিনে মাতৃহারা হয়েছেন। মায়ের ‘বছরকি’ উপলক্ষ্যে পূজা দিতে অপু বিশ্বাস বগুড়া গেছেন। পূজা শেষে ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘কয়েকদিন আগে বগুড়া এসেছি। মায়ের জন্য পূজা দিতে। সবকিছু ফাঁকা লাগছে। খুব মিস করছি মাকে।’

অপু বিশ্বাস বাবাকে অনেক আগেই হারিয়েছেন। মা ছিলেন একমাত্র অভিভাবক। মায়ের মৃত্যুতে একা হয়ে পড়েন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভালো-মন্দ সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করতাম। কোনো কিছু মায়ের পছন্দ না হলে করতাম না। এমনকি সিনেমার কাজের বিষয়ও। মা আমার ভালো বন্ধুও ছিলেন। তাছাড়া আমার সন্তান আব্রাম খান জয়ের খেলার সঙ্গীও ছিলেন মা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মাকে মিস করি।’

২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস। অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। তাদের মধ্যে সবার ছোট অপু। এই অভিনেত্রীর সঙ্গেই তার মা সবসময় থাকতেন। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়