ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জীবন্মৃত মানুষের গল্প বলবেন মেয়েটি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২১  
জীবন্মৃত মানুষের গল্প বলবেন মেয়েটি

স্বল্পদৈর্ঘ‌্য ‘দ‌্য গার্ল চলচ্চিত্রের দৃশ‌্য

বাস ভর্তি মানুষ। তাদের সামনে থেকে কয়েকজন যুবক একটি মেয়েকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। কিন্তু কেউ কোনোরকম প্রতিবাদ করে না। পরে গ্যাং রেপ করে ছেড়ে দেয় মেয়েটিকে। এক ঘণ্টা পর মেয়েটি ফিরে এসে দেখে, বাস ভর্তি মানুষ তখনো বসে আছে। মেয়েটি বাস চালিয়ে নিয়ে একটি খাদে গিয়ে পড়ে।

২০১২ সালে এমন একটি ঘটনা ঘটেছিল চীনে। এ ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্র ‘দ‌্য গার্ল’। মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন টিউলিপ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রণব ঘোষ, মাহাদী মিঠু প্রমুখ। এটি পরিচালনা করেছেন কিশোর মাহমুদ।

স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রটি বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

কিশোর মাহমুদ দেশের প্রতিশ্রুতিশীল তরুণ পরিচালকদের একজন। রাজশাহী বিশ্ববিদ‌্যালয়ের চারুকলা অনুষদে পড়াকালীন ‘রুডা’ থিয়েটারে যুক্ত ছিলেন কিশোর। পরবর্তীতে অভিনয়ের মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার শুরু করেন। বর্তমানে ক‌্যামেরার পেছনে কাজ করছেন। তার পরিচালিত ‘নগেন আজও সূর্যমুখী ভালোবাসে’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়