Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ২ ১৪২৮ ||  ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

সৃজিতের সঙ্গে প্রেম নিয়ে ‘প্রাক্তন প্রেমিকা’ যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২১
সৃজিতের সঙ্গে প্রেম নিয়ে ‘প্রাক্তন প্রেমিকা’ যা বললেন

টলিউডের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। ব‌্যক্তিগত জীবনে দেশের আলোচিত মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। মিথিলার সঙ্গে সংসার বাঁধার আগে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার। ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ সিনেমা নির্মাণ করেন সৃজিত। এতে যীশু সেনগুপ্তর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ইন্দ্রানী দত্তের কন‌্যা রাজনন্দিনী পাল।

এ সিনেমায় যখন অভিনয় করেন রাজনন্দিনী তখন তার টিনএজ বয়স। কিন্তু এই সময়ে টলিপাড়ার বিভিন্ন পার্টিতে প্রায়ই একসঙ্গে দেখা গেছে সৃজিত-রাজনন্দিনীকে। তারপর গুঞ্জন চাউর হয়, তারা নাকি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে ফিসফাস কম হয়নি এই জুটিকে কেন্দ্র করে। যদিও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে রাজনন্দিনীকে।

২০১৮ সালে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছিলেন—‘সৃজিত আমাকে সিনেমা সম্পর্কে শিক্ষিত করেছে। ও আমার বন্ধু, মেন্টর, গাইড। ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। নিজের সিনেমার বাইরেও কীভাবে ক‌্যারিয়ারে আরো উন্নতি করতে পারব, তা নিয়েও টিপস দেয় সৃজিত। আমাদের ইকুয়েশন কী তা আমরা দু’জনেই ভালো জানি। লোকে কী বলছে সে নিয়ে ভাবছি না। আমি তার প্রতি খুবই শ্রদ্ধাশীল।’

এরপর কেটে গেছে ৩ বছরের বেশি সময়। সেই পুরোনো ইস‌্যু নতুন করে সামনে এনেছে ভারতীয় একটি সংবাদমাধ‌্যম। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে সৃজিতের বিয়ের প্রসঙ্গ তোলা হয়। এরপর রাজনন্দিনী বলেন—‘জানি, কোন কথা নতুন করে বলতে চাইছেন। সৃজিত মুখার্জি আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। আমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। তাকে নিয়ে এর বেশি কিছু বলার নেই।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ