ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪০০ কোটি রুপির প্রস্তাব ফেরালেন আদিত্য চোপড়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২১
৪০০ কোটি রুপির প্রস্তাব ফেরালেন আদিত্য চোপড়া

করোনা মহামারির এই সময়ে প্রেক্ষাগৃহের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও সিনেমা মুক্তি দিচ্ছেন নির্মাতারা। তবে এই পথে হাঁটতে চান না যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া।

জানা গেছে, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত চারটি সিনেমার জন্য প্রস্তাব দিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। ‘বান্টি অউর বাবলি-টু’, ‘শমশেরা’, ‘পৃথ্বীরাজ’ এবং ‘জয়েসভাই জোরদার’ সিনেমা চারটির জন্য ৪০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম জায়ান্ট। কিন্তু তাতে রাজি হয়নি যশরাজ ফিল্মস।

এ প্রসঙ্গে একটি সূত্র বলিউড হাঙ্গামা ডটকমে বলেন, ‘এই ডিজিটাল জায়ান্ট আদিত্য চোপড়ার সঙ্গে চুক্তি করে সরাসরি সিনেমা মুক্তি দিতে চায়। কিন্তু আদিত্য বড় পর্দার জন্য সিনেমা নির্মাণ করেন বলে পরিষ্কার জনিয়ে দিয়েছেন এবং একাধিকবার প্রস্তাব ফিরিয়েছেন।’

এদিকে প্রায় ১৫ মাস আগে শুটিং শেষ হলেও শুধুমাত্র প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তি দিতে চায় যশরাজ ফিল্মস। জানা গেছে, চারটি না হলেও অন্তত দু’টি সিনেমার ব্যাপারে চুক্তি করতে চায় অ্যামাজন প্রাইম ভিডিও। তবে এ ব্যাপারে এখনো আদিত্য চোপড়ার কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়