Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪৩

আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী: শাবনূর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২১

নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ক‌্যারিয়ারে অসংখ‌্য ব‌্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন এক সময়ের চিরসবুজ এই নায়িকা। 

পর্দায় শাবনূর অনুপস্থিত থাকলেও এখনো দর্শক হৃদয়ে বেঁচে আছেন। ভক্তদের চাওয়া— আবারো পর্দায় ফিরে আসুক তাদের প্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের নামে ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ‌্যানেল খুলেছেন শাবনূর। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফেইসবুক লাইভে এসেছিলেন তিনি। এ সময় ভক্তদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।

লাইভের শুরুতে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শাবনূর। দীর্ঘ সময় পর ভক্তদের সঙ্গে আড্ডায় এসে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। এ সময় শাবনূরের প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চান এক ভক্ত। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম সিনেমার শুটিংয়ের আগের দিন আমি ঘুমাতে পারিনি। মাথার মধ‌্যে শুধু কাজ করছিল— সকালে আমার শুটিং। আসলে মানুষ যখন নতুন কিছু করতে যায় তখন সবারই এমন অনুভূতি হয়। এদিন আমার মেকআপ ম‌্যানকে খুব জ্বালাতন করেছিলাম। কারণ সবার মেকআপ হয়ে গেছে আমার মেকআপ দাও, আমার দেরি হয়ে যাবে, প্লিজ প্লিজ আমার মেকআপ আগে দাও— এভাবে জ্বালাচ্ছিলাম।’

আপনার ক‌্যারিয়ারের অধিকাংশ সিনেমা বাণিজ‌্যিক। আবার যদি অভিনয়ে ফেরেন তবে কোন ধরনের সিনেমায় অভিনয় করবেন? ভক্তের এমন প্রশ্নের উত্তরে শাবনূর বলেন, ‘আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।’ 

অভিনয়ে ফেরার বিষয়ে শাবনূর বলেন, ‘যদি মনে হয়, ভালো সিনেমা হবে, আমার মতো করে কেউ গল্প বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবো, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারা আমাকে বেশি ভালোবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারাও লিখে অনেক সময় তা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করবো। আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করবো। যদি ভালো গল্প পাই, অবশ্যই আমি কাজ করবো।’

এতদিন সোশ‌্যাল মিডিয়ায় কোনো অ‌্যাকাউন্ট ছিল না শাবনূরের। ফলে অনেকে এই অভিনেত্রীর নামে ফেইক আইডি খুলেছিলেন। যারা এখনো এই কাজ করছেন তাদের সতর্ক করেন শাবনূর। না হলে আইনি ব‌্যবস্থা গ্রহণ করার কথাও জানান এই নায়িকা।

শান্ত/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়