Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

কণ্ঠস্বর হারাইনি: বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২১
কণ্ঠস্বর হারাইনি: বাপ্পি লাহিড়ী

কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বলিউডের অসংখ্য সিনেমার গানে কণ্ঠ ও সুর দিয়েছেন তিনি।

সম্প্রতি গুঞ্জন ওঠে, আর গাইবেন না বাপ্পি লাহিড়ী। তিনি নাকি গলার স্বর হারিয়েছেন। গত এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এখন নাকি কথাও বলেন না তিনি।

তবে এক সাক্ষাৎকারে এই সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই গায়ক। তিনি বলেন, ‘আমার নাকি স্বরযন্ত্র খারাপ হয়ে গিয়েছে, এই প্রতিবেদন দেখে আমি হতবাক হয়েছি। এটা হাস্যকর এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি। তিন দিন আগে আমার নাতির সঙ্গে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করছিলাম। সুস্থ না হলে কি সেটা করতে পারতাম? আমি ৫০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। সামান্য সর্দি-কাশি হয়েছে, এরজন্য কাশির সিরাপ এবং ট্যাবলেট খাচ্ছি। খুব সামান্য একটা ব্যাপার। কণ্ঠস্বর হারাইনি। আগের থেকে অনেক ভালো আছি।’

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার শারীরিক অবস্থা নিয়ে মিথ‌্যা খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ‌্যম, এটি খুবই হতাশাজনক। আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের দোয়া-ভালোবাসায় আমি ভালো আছি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়