ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মঞ্চে দৃষ্টিপাতের ‘সে এক স্বপ্নের রাত’

প্রকাশিত: ১৮:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২১
মঞ্চে দৃষ্টিপাতের ‘সে এক স্বপ্নের রাত’

তরুণ নাট্যকারদের নিয়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিপাত নাট্যদল। এরই মধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় নাট্যপ্রযোজনা মঞ্চে এনে প্রশংসা কুড়িয়েছে দলটি। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আবারো মঞ্চে ফিরছে তারা। আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে দলটির ২৫ তম প্রযোজনা, সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী নাটক ‘সে এক স্বপ্নের রাত’।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, আব্দুল হালিম আজিজ, এসএম শাফায়েত, রজনীগন্ধা রফিক, মতিউর রহমান বাচ্চু। টানা মহড়ার মধ্য দিয়ে মঞ্চায়নের সব প্রস্তুতি নিয়েছে দলটি।

দল প্রধান আব্দুল হালিম আজিজ বলেন, ‘আমরা বিশ্বাস করি দৃশ্য-অদৃশ্য দানবের তাণ্ডব যতই আসুক মানুষ তার নিজের শক্তিতে ঘুরে দাঁড়াবেই। অন্ধকার ভেদ করে আলোর প্রদীপ নিয়ে সুন্দরের পথ দেখাবেই। অনন্তের সেই সম্ভাবনা থেকেই মহামারিকে পেছনে ফেলে আবারো প্রাদ-প্রদীপের আলোতে এসে দাঁড়ালো দৃষ্টিপাত নাট্যদল। মানবিক মূল্যবোধ ও আত্মউপলদ্ধির এই পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের শ্রম স্বার্থক হবে।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়