ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্গাপূজা নিয়ে রানী মুখার্জির প্রিয় স্মৃতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:০৯, ১৫ অক্টোবর ২০২১
দুর্গাপূজা নিয়ে রানী মুখার্জির প্রিয় স্মৃতি

প্রতিবছর মুম্বাইয়ে দুর্গাপূজার আয়োজন হয়। এতে হাজির হন কাজল, তানিশা মুখার্জি, আয়ান মুখার্জি, রানী মুখার্জির মতো বলিউড তারকারা।

সাধারণত জাঁকজমকভাবেই দুর্গাপূজা উদযাপন করতে পছন্দ করেন অভিনেত্রী রানী মুখার্জি। তবে করোনা মহামারির কারণে কিছুটা অনাড়ম্বরভাবে এ বছর দুর্গাপূজার আয়োজন হয়েছে। তবে শত ব্যস্ততার মাঝেও ঠিকই পূজা মণ্ডপে হাজির হয়েছেন রানী।

পূজার সবচেয়ে প্রিয় স্মৃতি প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, ‘২০১৯ সালে আমার মেয়ে আদিরা যখন প্রথম ‍পূজা দেখতে গিয়েছিল। সে তখন কিছুটা বুঝতে শিখেছে এবং সবকিছু নিজেই উপভোগ করছিল। মজার বিষয় হলো, তখন তার বয়স মাত্র তিন বছর। আর বিস্ময়কর ব্যাপার হলো, সেই দিন থেকে এখনো সে কারাক চায়ের কথা মনে রেখেছে, ‍পূজা মণ্ডপের একটি স্টলে সেটি খেয়েছিল।’

দুর্গাপূজার সবচেয়ে পছন্দের বিষয় নিয়ে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে পূজার সময় আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো পরিবারের সবাই একত্রিত হওয়া। পূজার এই পাঁচ দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে খাওয়া, নতুন পোশাক পরা ও পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখা সবচেয়ে বেশি মজা।’

এই বছর দুর্গাপূজাতে একটি বিষয় ভীষণ মিস করবেন বলে জানান রানী। এই অভিনেত্রী বলেন, ‘এই বছর পূজা দেখতে আসা মানুষকে খাবার খাওয়াতে পারব না। আমি মনে করি, প্রত্যেক বাঙালি, তিনি পৃথিবীর যে স্থানেই থাকুন না কেন, এই পাঁচ দিন প্রিয়জনদের সঙ্গে কাটানোর জন্য অপেক্ষা করেন।’

অনেকটা চুপিসারেই ২০১৪ সালে বলিউড প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। বিয়ের পর থেকেই নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নেন তিনি। এরপর ২০১৫ সালের ৯ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আদিরা। যদিও বিরতি ভেঙে আবারো অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়