ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তৃতীয় লিঙ্গের মানুষের মুখে ‘চন্দ্রাবতী কথা’

প্রকাশিত: ১৫:৫৩, ১৬ অক্টোবর ২০২১  
তৃতীয় লিঙ্গের মানুষের মুখে ‘চন্দ্রাবতী কথা’

রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ সিনেমাটি গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে। পরিচালক রাজধানীর স্টার সিনেপ্লেক্সে (বসুন্ধরা সিটি) তৃতীয় লিঙ্গের মানুষদের সিনেমাটি দেখতে আমন্ত্রণ জানান।

সিনেমাটি দেখে তারা বলেন, ‘ভিন্ন ধরনের গল্পের সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। সিনেমাটির প্রতিটি চরিত্র বেশ সুন্দরভাবে নিজেদের ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দোয়েল ম্যাশ ভালো অভিনয় করেছেন।’

চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে সিনেমাটির শুটিং করা হয়েছে। গ্রামের কিছু সাধারণ মানুষও অভিনয় করেছেন বলে জানান নির্মাতা রাশেদ চৌধুরী। ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্সের প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশসহ অনেকে।

 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়