ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবারো লাইভ কনসার্টে গাইবেন ডন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৬ অক্টোবর ২০২১  
আবারো লাইভ কনসার্টে গাইবেন ডন

গান গেয়ে শ্রোতামনে ভালোই কাঁপন ধরিয়েছেন সঙ্গীতশিল্পী এফ ইকবাল বিন আনোয়ার (ডন)। দর্শক অনুরোধে একের পর এক অনুষ্ঠানে লাইভ পারফর্ম করে যাচ্ছেন তিনি।

কদিন আগে হ্যান্ডবল স্টেডিয়ামে লাইভ কনসার্টে অংশ নেন এই শিল্পী। এবার বক্সিং ফেডারেশন মাতাতে আসছেন। আগামী ২০ অক্টোবর পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে গাইবেন সময়ের আলোচিত শিল্পী ডন। বিষয়টি নিশ্চিত করেছেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম তুহিন। শিল্পী নিজেও লাইভ কনসার্টে অংশ নেয়ার বিষয়টি জানিয়েছেন।

ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালকের দায়িত্ব (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, গেমস অ্যান্ড স্পোর্টস) সামলানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অবদান রেখে যাচ্ছেন ডন। তার ঐকান্তিক প্রচেষ্টা আর ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বছরজুড়ে গুলিস্তানের ফেডারেশনগুলো খেলাধুলায় মুখরিত থাকে। সঙ্গীতশিল্পী হিসেবেও শ্রোতামনে বিশেষ আসনে সমাদৃত তিনি। 

আগামী ১৮ অক্টোবর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। দিবসটি সামনে রেখে বক্সিং ফেডারেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘শেখ রাসেল ওয়ালটন প্রথম বাংলাদেশ ক্লাব কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ’। সেখানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন শিল্পী ডন। জন্মদিনে অনুষ্ঠানে প্রথমে র্যালি বের করবে বক্সিং ফেডারেশন। এরপর কেক কাটা হবে। ১৯ অক্টোবর সারা দেশ থেকে আগত বক্সাররা তাদের প্রতিভার ঝলক দেখাতে রিংয়ে নামবেন। 

তিন দিনব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে ২০ অক্টোবর। সেদিন বিকেল ৩টায় ফাইনাল শেষে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে। এরপর সুরের ভুবনে হারিয়ে যাবেন দর্শকশ্রোতারা। আর তাদেরকে সুরে সুরে আনন্দে মাতাতে সেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডন। বিকেল ৫টায় শুরু হবে লাইভ কনসার্ট। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী তার পছন্দের সব জনপ্রিয় গান পরিবেশন করবেন। 

এ প্রসঙ্গে শিল্পী ডন জানান, ‘গান ভালোবাসেন না এমন মানুষ খুঁজে মেলাভার। স্পোর্টস যেমন সবাইকে নির্মল বিনোদন দেয়; গানও তেমনি সকলকে নির্মল বিনোদন দেয়। সুর-মুর্ছনায় আলোড়িত হয় দর্শকশ্রোতার মন। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে বক্সিং ফেডারেশন প্রথমবারের মতো ক্লাব কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। সেখানে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করছে। বক্সিং ফেডারেশনের এমন মহতী উদ্যোগে পাশে থাকতে পেরে আমরা ওয়ালটন পরিবার গর্বিত।’

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়