Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

অনন্ত জলিলের শত কোটির সিনেমা আসছে ডিসেম্বরে

প্রকাশিত: ১৫:৩৫, ১৭ অক্টোবর ২০২১  
অনন্ত জলিলের শত কোটির সিনেমা আসছে ডিসেম্বরে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। দেশের সিনেমায় প্রথম ডিজিটালের ছোঁয়া তার হাত ধরেই। বিগ বাজেটে হলিউডি স্টাইলে ‘দিন: দ্য ডে’ সিনেমাও নির্মাণ করেছেন এই প্রযোজক। এই নায়ক দাবি করেছেন, এর বাজেট ১০০ কোটি টাকা।

আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অনন্ত জলিল। এ সময় তিনি বলেন, ‘‘দর্শক সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর ‘দিন দ্য ডে’ মুক্তি পাবে।’’

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। কয়েক মাস আগে ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেইলার ও মোশন পোস্টার প্রকাশ করা হয়েছিল।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়