Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

ফারহান-ফারিণের সংসার জীবনের গল্প…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২২ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:৩৫, ২২ অক্টোবর ২০২১
ফারহান-ফারিণের সংসার জীবনের গল্প…

সদ‌্য বিয়ে করেছেন মুশফিক আর. ফারহান ও তাসনিয়া ফারিণ। দুই পরিবারের সম্মতিতে ঘর বেঁধেছেন তারা। এ নবদম্পতির সংসার জুড়ে শুধু ফুল নয়, কাটাও রয়েছে। কারণ বিয়ের কয়েক দিন পরই শুরু হয় তাদের সম্পর্কের ওঠানামার খেলা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘তোমার আমার গল্প’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। এ নাটক প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন—‘অন‌্যরকম একটি প্রেমের গল্প নিয়ে এই নাটক। বিয়ের পর এক দম্পতির ভালোবাসার গল্প দেখতে পাবেন দর্শকরা। ফারহান ও ফারিণ আমাদের মনের মতো অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের চোখে লেগে থাকতে পারে!’

এ নাটকে একটি নতুন গান ব‌্যবহার করা হয়েছে। এটি গেয়েছেন তাসনিম আনিকা ও তানজির। এর কথা লিখেছেন শিমুল এসবি, সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সোহেল খান, রত্না, এবি রোকন, মিনু রহমান প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনায় আরিফিন সরকার। আগামী ২৮ অক্টোবর রাত ৭টায় ইউটিউবে মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়