ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন বিশ্বের ১৩০ শিল্পী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৪ অক্টোবর ২০২১  
বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন বিশ্বের ১৩০ শিল্পী

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইবেন বিশ্বের খ‌্যাতনামা ১৩০ জন সংগীতশিল্পী। এ গানের কথা লিখেছেন তৌহিদুল ইসলাম, সুর করেছেন রিছিল জাদু ও সৈয়দ সুজন।

শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এ গান ১২৯টি ভাষায় রূপান্তর করে ১৩০টি ভাষায় তৈরি করা হবে। যা নিয়ে নির্মিত হবে ১৩০টি গানের ভিডিও। এর আগে কখনো কোনো গান এত ভাষায় রূপান্তর করে এতজন শিল্পীর সমন্বয়ে আয়োজন করা হয়নি। তাই গানটির গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছ।

এ গানের সংগীত পরিচালক সৈয়দ সুজন বলেন—‘আমার ধারণা, এর আগে বাংলাদেশে এই ধরনের কাজ আগে হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুরো বিশ্বের কাছে গানের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’

জানা যায়, এরই মধ্যে দক্ষিণ এশিয়ার ৬টি দেশের শিল্পীরা গানটিতে কণ্ঠ দিয়েছেন। তা ছাড়া প্রথমবারের মতো ইয়ানি মিউজিশিয়ান পেড্রো ইউস্টাচে, অনুষ্কা শংকর, টু সেলোস, আরিক ইমপ্রোটা, ভায়োলিন ব্রাদার্সের মতো আরো অনেক শীর্ষ যন্ত্রশিল্পীরা গানটির জন্য বাদ্যযন্ত্র বাজাবেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়