Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

সোনুর টুইট ‘ভারত জিতেছে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ২০:৪২, ২৫ অক্টোবর ২০২১
সোনুর টুইট ‘ভারত জিতেছে’

ক্রিকেটপ্রেমীরা সবাই যেখানে জানেন গতকাল ভারত ১০ উইকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে, সেখানে সোনু সুদ কিনা টুইট করলেন ‘ভারত জিতেছে’। এমনকি খেলার ফল জানার পরও ‘দাবাং’খ্যাত এই অভিনেতা টুইটটি মুছে ফেলেননি!

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোনু সুদের এই টুইট যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন এই ভেবে যে, সোনুর আসলে এমন ভুল করার কথা নয়। তাহলে তিনি এমনটা লিখলেন কেন- এ নিয়ে চলছে আলোচনা।

এমন কাণ্ডে নানা মুনির নানা মত। কেউ বলছেন, তিনি ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিতে এমন টুইট করেছেন। আবার অনেকের মন্তব্য- তিনি নিজে সান্ত্বনা পেতে চেয়েছেন এ কথা লিখে। তবে অধিকাংশ মনে করেন ভুল করেই সোনু এমন কাণ্ড করেছেন। তাহলে প্রশ্ন হলো- একদিন পরেও তিনি টুইটটি মুছে ফেলেননি কেন? 

খল অভিনেতা হিসেবে সোনু সুদ জনপ্রিয়। কিন্তু বাস্তবে বিভিন্ন সময় এই অভিনেতাকে মহৎ ভূমিকায় দেখা গেছে। ভারতে করোনা মহামারি ছড়িয়ে পড়লে তিনি সত্যিকারের হিরোর পরিচয় দিয়েছেন। নানাভাবে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই বলিউড অভিনেতা। 

/তারা/ 

সর্বশেষ

পাঠকপ্রিয়