ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ছবি পোস্ট করে ‘নোংরা’ মন্তব‌্যের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:৪৫, ২৮ অক্টোবর ২০২১
ছবি পোস্ট করে ‘নোংরা’ মন্তব‌্যের শিকার শ্রাবন্তী

এসব ছবি ফেসবুকে পোস্ট করেছেন শ্রাবন্তী

পরনে ব্ল্যাক জিনস ও সাদার উপর গোলাপি ফুলের ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট। চোখে রোদ চশমা। এক হাতে হাতিরশুড় ধরে হাস‌্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। এ অভিনেত্রীর ফেসবুকে পোস্ট করা একাধিক ছবিতে এমন দৃশ‌্য দেখা যায়।

সোশ‌্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী চ‌্যাটার্জি। নিজের অনেক বিষয়ের আপডেট তথ‌্য এই মাধ‌্যমে শেয়ার করে থাকেন তিনি। কিন্তু ব‌্যক্তিগত জীবনের কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। এসব ছবি পোস্ট করার পরও তার ব‌্যত‌্যয় ঘটেনি। বরং কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

‘নোংরা’ ভাষায় মন্তব‌্য করছেন নেটিজেনরা। সঞ্জনা ফারিয়াহ নামে একজন লিখেছেন, ‘দুইটা কিউট হাতি। সুন্দর লাগছে।’ জান্নাত জাহান লিখেছেন, ‘পারফেক্ট কাপল।’ সোহানুর রহমান নামে একজন লিখেছেন, ‘এইবার ঠিক আছে।’ এমন অসংখ‌্য মন্তব‌্যে ভরে আছে কমেন্ট বক্স। নেটিজেনদের শব্দ চয়ণ ‘অশ্লীল’ হওয়ায় যা প্রকাশ করা যাচ্ছে না।

ব‌্যক্তিগত জীবনে স্বামী রোশান সিংয়ের সঙ্গে এক বছর ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী চ‌্যাটার্জি। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য মামলা দায়ের করেছেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, খোরপোশ বাবাদ প্রতি মাসে ৭ লাখ রুপি দাবি করেছেন এই অভিনেত্রী।

আলিপুর আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর আগে শিয়ালদহ ফাস্টট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১৪ জুলাই, দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী চ‌্যাটার্জি।

 

রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর ৭ জুন, শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’র কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ী— স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হয়।

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়