ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একদিনের ক্ষমতা পেলে কী করতেন মিশা সওদাগর

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৩০ নভেম্বর ২০২১   আপডেট: ২০:৩৪, ৩০ নভেম্বর ২০২১
একদিনের ক্ষমতা পেলে কী করতেন মিশা সওদাগর

‘খুবই দুঃখিত, নতুন কিছু বলতে চাই, নতুন কিছু দেখতে চাই। কিন্তু সবাই চামচামি পছন্দ করে।’ ক্ষোভ থেকে কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর।

তিনি চামচামি পছন্দ করেন না জানিয়ে আরো বলেন, ‘চামচামি আমার রক্তে নেই। চামচামি ঘৃণা করি। আমাকে যদি একদিনের ক্ষমতা দেওয়া হয়, আমি বলতাম- সব চামচাদের মেরে ফেলো।’

আজ (৩০ নভেম্বর) এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সেলিম খানকে সংবর্ধনা দেয় চলচ্চিত্র পরিচালক সমিতি। এ সময় মিশা সওদার এসব কথা বলেন।

এই খল অভিনেতা আরো বলেন, ‘আমি দুঃখিত এ কারণে যে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রযোজক সেলিম খানকে সম্মাননা দিচ্ছে। কিন্তু এ অনুষ্ঠানে যে পরিমাণে শিল্পী থাকার কথা ছিল তা নেই। মেইন কাস্টিংয়ের শিল্পীদের এখানে থাকা উচিত ছিল। তা হলে উনি (সেলিম খান) প্রেরণা পাবেন কোথা থেকে? উনাকে মালা দিয়ে প্রেরণা দেওয়ার দরকার নেই, তথাকথিত উপসংহার দিয়ে, প্রেরণা দেওয়ারও দরকার নেই।’

এ সময় সেলিম খানের প্রশংসা করে মিশা বলেন, ‘এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সিনেমা ‘মুঘল-ই-আজম’, ‘শোলে’। ‘মুঘল-ই-আজম’ সিনেমার নায়ক দীলিপ কুমার যিনি শাহজাদা সেলিমের ভূমিকায় অভিনয় করেছেন। আমি দীলিপ কুমারকে দেখিনি, আমি বাংলা চলচ্চিত্রের সেলিম খানকে দেখেছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহীনু সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। আরও উপস্থিত ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, দেওয়ান নজরুল, শাহ আলম কিরণ, মোহাম্মদ হোসেন, বুলবুল বিশ্বাস, প্রযোজক মো. ইকবাল, চিত্রনায়ক কায়েস আরজু, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, সাদমান, চিত্রনায়িকা কেয়াসহ আরও অনেকেই।

চলচ্চিত্রের অধিকাংশ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতি কম থাকে। এ নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে আসছিলেন চলচ্চিত্র বোদ্ধারা।

 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়