ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোনো দল করি না: কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৫ ডিসেম্বর ২০২১  
কোনো দল করি না: কঙ্গনা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রাণৌত। প্রায় সময়ই নানা বিষয়ে কথা বলে আলোচনায় আসেন। বিতর্কেও জড়ান এই অভিনেত্রী।

এদিকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কঙ্গনার মন্তব্য শুনে অনেকেই ধারণা করেন, রাজনীতিতে যোগ দেবেন বলিউডের ‘কুইন’। কিন্তু এই অভিনেত্রী জানান, কোনো রাজনৈতিক দল করেন না। তবে জাতীয়তাবাদীদের হয়ে প্রচার করবেন তিনি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে তাকে প্রচার করতে দেখা যাবে কিনা প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, ‘আমি কোনো দল করি না। যারা জাতীয়তাবাদী, তাদের হয়ে প্রচার করব।’

প্রায়ই নানা রকম বেফাঁস মন্তব্য করে আলোচনা আসেন কঙ্গনা। ভারতের কৃষি আইন প্রত্যাহার নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি। শিখ সম্প্রদায়কে তিনি ‘খালিস্তানি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দাবি করেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের মশার মতো পায়ের তলায় পিষে মেরেছেন।

সম্প্রতি ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে যাওয়ার পথে কঙ্গনার গাড়ি আটকে বিক্ষোভ দেখান আন্দোলনরত কৃষকরা। শোনা যায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন এই অভিনেত্রী। তবে কঙ্গনার দাবি করেন, ‘কখনই ক্ষমা চাইনি, আমি প্রতিবাদ করেছি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়