ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবারও হাসপাতালে কাজী হায়াৎ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:২৮, ৯ ডিসেম্বর ২০২১
আবারও হাসপাতালে কাজী হায়াৎ

চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
কাজী হায়াৎ বলেন, ‘বুকে ব্যথা ছিল। এ কারণে দ্রুত হাসপাতালে এসেছি। এনজিওগ্রাম করার পর চিকিৎসকের পরামর্শে বলা যাবে পরবর্তী চিকিৎসা কী হবে।’

এই নির্মাতা সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারেন।

এদিকে তার ছেলে ও অভিনেতা কাজী মারুফ দোয়া চেয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন: ‘আমার বাবা কাজী হায়াৎকে এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি অসুস্থ বোধ করছিলেন। সম্ভবত আবারো ব্লক হয়েছে আব্বুর। দেশবাসীর কাছে অনুরোধ প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারেন।’

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সহকারী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি। ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’সহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর’।
 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়