ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একঝাঁক তারকা নিয়ে মাঠে নামলেন রাজ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:৫৪, ৯ ডিসেম্বর ২০২১
একঝাঁক তারকা নিয়ে মাঠে নামলেন রাজ (ভিডিও)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। গত ফেব্রুয়ারিতে ১৮২ পর্বে এসে  শেষ হয় নাটকটি। ধারাবাহিকটির প্রচার বন্ধ হওয়ার পর থেকেই নির্মাতাকে শুনতে হয়েছে নাটকটি কেন বন্ধ করলেন? শুধু তাই নয়, নাটকটির জনপ্রিয় চরিত্রগুলো আবারো পর্দায় দেখতে চান দর্শক। গত আগস্টে নাটকটির সিক্যুয়েল নির্মাণের কথা জানান রাজ।

অবশেষে একঝাঁক তারকা অভিনয়শিল্পী নিয়ে সিক্যুয়েল নির্মাণ শুরু করলেন পরিচালক রাজ। ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ শিরোনামে নাটকটির দৃশ্যধারণের কাজ আজ (৯ ডিসেম্বর) থেকে শুরু করেছেন। শুটিং শুরুর আগে অভিনয়শিল্পী, কলাকুশলীদের নিয়ে কেক কাটেন নির্মাতা রাজ। এ সময় উপস্থিত ছিলেন—শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রুনা খান, শামীম হাসান সরকার, মনিরা মিঠু প্রমুখ।  

নাটকটির গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন—‘‘নতুন গল্প। নতুন ক্রাইসিস। দর্শকদের চেনা ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর গল্পের সঙ্গে এবারের গল্পের কোনো মিল নেই। তবে গল্পটা আমাদের আশেপাশের। বলা যায়, আমাদের চারপাশের দৈনন্দিন দেখা জীবন। আমি-আপনি আমরা সবাই যেসব জীবন দেখে দিন কাটাই, তেমন গল্পই বলব। একটি পরিবারের প্রতিদিনের ঘটে যাওয়ার হাসি-কান্না ও আনন্দের গল্প!’’

 

‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের নব্বই ভাগ শিল্পী নতুন সিক্যুয়েলে অভিনয় করবেন। তা জানিয়ে রাজ বলেন—‘‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের ৯০ ভাগ অভিনয়শিল্পী এবারো আছেন। দর্শকরা যেসব নামে তাদের চেনেন, একই নামে তারা ফিরছেন। সেই সঙ্গে কিছু নতুন অভিনয়শিল্পী যোগ হচ্ছেন। আজ থেকে শুরু করছি ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এর শুটিং।’’

নাটকিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রযোজনায় এবারের ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এ টাইটেল গান লিখেছেন জনি হক। নাভেদ পারভেজের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। আগামী ফেব্রুয়ারিতে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটির সম্প্রচারের পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়