ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গ-তে মুক্তি পেয়েছে নারীবিষয়ক সিরিজ ‘হার’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৮ ডিসেম্বর ২০২১  
বঙ্গ-তে মুক্তি পেয়েছে নারীবিষয়ক সিরিজ ‘হার’

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে (ডিডব্লিউ) নির্মাণ করেছে প্রগতিশীল সিরিজ ‘হার-উইম্যান ইন এশিয়া’। বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে সম্প্রচারিত হচ্ছে এটি। ইংরেজি ভাষায় নির্মিত সিরিজটি বাংলা ভাষাভাষি দর্শকদের জন্য বাংলায় ডাবিং করা হয়েছে।

ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং তাইওয়ানের নারীদের জীবন ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে ১৫ মিনিট দৈর্ঘ্যের ছয়টি পর্বে। প্রতিটি পর্বে অনলাইন ডেটিং, সৌন্দর্য, কর্মজীবন, মানসিক স্বাস্থ্য এবং বিয়েসহ নানা বিষয় নিয়ে বিভিন্ন দেশীয় নারীরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে এসব নারীরা কীভাবে বিভিন্ন সামাজিক সমস্যা-সংগ্রামের মাধ্যমে সফলতার ভায়োলিন বাজিয়েছে সেই গল্পই মূলত উঠে এসেছে ‘হার-উইম্যান এশিয়া’ সিরিজে।

এশিয়ার ডিডব্লিউ’র ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ান পিকার্ট বলেন, ‘ডিডব্লিউটিতে আমরা যখন কোনো কনটেন্ট প্রোডিউস করি, তখন আমাদের অন্যতম লক্ষ্য থাকে সেই কনটেন্টগুলো যেন বহুমুখীতা লালন করে। পাশাপাশি বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তোলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ এবং প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন প্রাধান্য পায়।’

ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের জন্য ডিডব্লিউ ডিস্ট্রিবিউশন প্রতিনিধির দায়িত্ব পালন করছেন জয়া ওবেরয়। তিনি বলেন, ‘‘হার’-এর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন অংশ থেকে এশিয়ান নারীদের আপ-ক্লোজ রিপোর্ট দ্বারা সমর্থিত চমকপ্রদ সেই গল্পগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি, যা নিঃসন্দেহে নারীদের মত প্রকাশের স্বাধীনতা উদযাপনের স্মারক! তাই সিরিজটি নিয়ে আশাবাদী। ‘হার’-এ উপস্থাপিত প্রতিটি অভিজ্ঞতা নারীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।’’

বঙ্গর বিজনেস ডেভেলপমেন্টের প্রধান মামুন আতিক বলেন, ‘ডিডব্লিউর নারীবিষয়ক এ সিরিজ বঙ্গ প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী কনটেন্ট, যা দেশের নারীদের সংগ্রাম এবং সফলতার একটি নিদর্শন স্বরূপ। এ রকম ভিন্নধর্মী কনটেন্ট যেমন নারীদের চলার পথকে একটি সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে, ঠিক তেমনি বঙ্গ চায় নারীরা যেসব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে তা যেন সবার কাছে বঙ্গর মাধ্যমে পৌঁছায়! আর এ জন্যই ডিডব্লিউ এবং বঙ্গ একাত্মতার সঙ্গে সামনে আরো কাজ করবে।’

২০২২ সালের শুরুর দিকে ‘হার’-এর দ্বিতীয় সিরিজ মুক্তি পাবে। এতে নতুন অঞ্চল হিসেবে যুক্ত হবে—থাইল্যান্ড, ফিলিপাইন এবং হংকং। সিরিজটি দেখতে চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করুন। অথবা ভিজিট করুন: www.bongobd.com

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়