ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘মুক্ত স্বদেশে মুক্ত নেতা’

প্রকাশিত: ১৪:২৫, ১০ জানুয়ারি ২০২২  
‘মুক্ত স্বদেশে মুক্ত নেতা’

১৯৭২ সালের ১০ জানুয়ারি, পাকিস্তানের বন্দিশালায় দীর্ঘদিন আটক থাকার পর স্বদেশে ফিরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে দিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশেষ এই দিনে একুশে টেলিভিশন আয়োজন করেছে ‘মুক্ত স্বদেশে মুক্ত নেতা’ শিরোনামের অনুষ্ঠানের। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে এটি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) ও এ কে এম আতিকুর রহমান (বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত)। এছাড়াও অনুষ্ঠানে যুক্ত হয়ে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য।

পাকিস্তান জেলে বন্দি বঙ্গবন্ধুর নানা স্মৃতি কথা উঠে এসে আলোচকদের আলোচনায়। তা ছাড়া জুলফিকার আলী ভুট্টোর কনফেডারেশনের প্রস্তাব দৃঢ়তার সঙ্গে রাজনৈতিক প্রজ্ঞায় ফিরিয়ে দেন বঙ্গবন্ধু। তার প্রত্যাবর্তনে বিজয়ের লাল সূর্য উদ্ভাসের সঙ্গে উত্তাপে পূর্ণতা পায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়