ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মা হারালেন চিরকুটের সুমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:৫০, ১৭ জানুয়ারি ২০২২
মা হারালেন চিরকুটের সুমি

মায়ের সঙ্গে সুমি (বাঁ থেকে মাঝে)

মা হারালেন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি। সোমবার (১৭ জানুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমির মা শেলি খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

এসব তথ্য নিশ্চিত করে সুমি বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমার মা জরায়ু ক্যানসারে ভুগছিলেন। আমরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছি। মা-ও সাহসের সঙ্গে সংগ্রাম করে আজকে হার মানলেন। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় বাবার কবরের পাশে মাকে সমাহিত করা হবে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথে সুমির পরিবারের পাশে ছিলেন; সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এই সংগীতশিল্পী।

শেলি খাতুনের পাঁচ কন্যা ও দুই পুত্র। সবাই প্রতিষ্ঠিত। তবে তাদের মধ্যে সুমি একজন গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী হিসেবে বাংলা গানের জগতে ব্যাপক পরিচিতি পেয়েছেন। খুলনায় জন্ম নেওয়া সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় ২০০২ সালে ‘চিরকুট’ ব্যান্ড গঠন করেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়