ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চলচ্চিত্রের দুই মায়ের ক্ষোভ-আক্ষেপ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৪ জানুয়ারি ২০২২  
চলচ্চিত্রের দুই মায়ের ক্ষোভ-আক্ষেপ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা ও সুজাতা আজিম। অনবদ্য অভিনয়ের কারণে তারা শ্রদ্ধার পাত্র। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে তারা চলচ্চিত্রে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছেন।

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে ক্ষোভ এবং আক্ষেপ প্রকাশ করেছেন নন্দিত দুই অভিনেত্রী। 

এ প্রসঙ্গে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বলেন, ‘এবারের নির্বাচনে আমি কষ্ট পেয়েছি। ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ গান দিয়ে জুনিয়র শিল্পীরা নাচানাচি করছেন। এটি একেবারে ঠিক করেনি। শিল্পী সমিতির নির্বাচনে টাকার কথা আসবে কেন? এত বছরের অভিনয় জীবনে এসব দেখিনি। আমার কাছে মনে হয়- আমরা জোকারে পরিণত হচ্ছি।’ 

গুণী এই অভিনেত্রী প্রশ্ন রেখে বলেন, ‘একজন বলেছেন সিনিয়র-জুনিয়র সবাই এক। তাদের কাছে আমরা সম্মান আশা করবো কীভাবে?’ 

আনোয়ারা আরও বলেন, ‘মিশা-জায়েদ প্যানেল শিল্পীদের জন্য করোনার সময়ে যথেষ্ঠ কাজ করেছে। অনেক বড় বড় নায়ক আছেন, কোথায় তারা? খোঁজ তো নেয়নি। শিল্পী সমিতির কমিটিতে যারা ছিলেন তারাই খোঁজ নিয়েছেন। যাই হোক নির্বাচনে জয়-পরাজয় থাকবে। দুই প্যানেলের জন্য শুভ কামনা রইলো।

এদিকে নন্দিত অভিনেত্রী সুজাতা আজিম বলেন, ‘মিশা-জায়েদ আমার সন্তানের মতো। ওদের পাশে সবসময় আছি, থাকব। পৃথিবীতে একটি শব্দের ভাগ হয় না, তা হচ্ছে—মা। মিশা-জায়েদ আমাকে সবসময় মা ডাকে। আমার দুই ছেলের প্যানেলের পাশে আছি সবসময়।’

তিনি আরো বলেন, ‘জায়েদ অত্যন্ত ভালো ছেলে। সবাইকে সম্মান করে। শিল্পী সমিতির উন্নয়নে ওদেরই দরকার।’

এ সময় আক্ষেপ জানিয়ে সুজাতা বলেন, ‘নির্বাচনে সিনিয়র-জুনিয়র সবার ভোট দেয়ার অধিকার আছে। সেখানে কেন সিনিয়র-জুনিয়র নিয়ে প্রশ্ন আসবে? আমরা সিনিয়রদের সম্মান করেছি বলেই আজও সম্মান পাচ্ছি।’ 

এসময় সুজাতা ডিপজলের প্রশংসা করে বলেন, ‘আজিম সাহেব মারা যাওয়ার পর আমি একবার অর্থনৈতিক সংকটে পরি। তখন ডিপজল আমাকে সহযোগিতা করেছে।

শুধু আমাকে নয়, কখনো কেউ ওর কাছে সহযোগিতা চেয়ে খালি হাতে ফিরে আসেনি। তাই সকল সদস্যদের অনুরোধ করব মিশা-জায়েদ প্যানেলকে নির্বাচিত করার।’
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। যার একটিতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। অন্যটিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নিপুণ।

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়