ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিল্পীদের সদস্যপদ বাতিল প্রশ্নে পাল্টা চ্যালেঞ্জ জানালেন আলমগীর

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:১০, ২৫ জানুয়ারি ২০২২
শিল্পীদের সদস্যপদ বাতিল প্রশ্নে পাল্টা চ্যালেঞ্জ জানালেন আলমগীর

কয়েকদিন পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এরই মধ্যে জল ঘোলা কম হয়নি। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করছেন প্রার্থীরা। এরই মধ্যে শিল্পী সমিতির সদস্যপদ নিয়ে জায়েদ খানের দেওয়া বক্তব্য খণ্ডন করলেন চিত্রনায়ক আলমগীর।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি সভায় দেওয়া বক্তব্যে আলমগীর বলেন, ‘১৮৪ জন সদস্যকে নাকি আমরা বাদ দিয়েছি। আমার একটা ছোট্ট প্রশ্ন মন দিয়ে শুনবেন। আমরা হলাম উপদেষ্টা। তারা আমাদের নিয়োগ দিয়েছেন। দুই-আড়াইশ শিল্পীর তালিকা নিয়ে এলো তাদের ইন্টারভিউ নিতে। আমরা যখন ইন্টারভিউ নেই তখন একটি হাজিরা কাগজ হয়। সেখানে আমরা সই দিয়েছি। এখন সেই সইটাকে তারা টেম্পারিং করে বলছে- তাদের সই রেখেই আমরা বাদ দিয়েছি।’

সিনিয়র এই অভিনেতা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘উপদেষ্টা পরিষদের কি কাউকে বাদ দেওয়ার অধিকার আছে? এটা হলো কার্যনির্বাহী পরিষদের কাজ। মিথ্যার একটা সীমা থাকা দরকার।’ 

এ সময় আলমগীর পরীমনির সঙ্গে শিল্পী সমিতি অন্যায় করেছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি কী করে পরীমনির সদস্যপদ স্থগিত করলো? এটা হতে পারে না। তখন তারা বলেছে উজ্জ্বল ভাই, পারভেজ ভাই, ফারুক ভাই ও আমার সঙ্গে কথা বলেছে। মিথ্যে কথা। আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। যদি প্রমাণ দিতে পারে আমি ওই প্যানেলকে ভোট দেব। আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে আমাকে কথা দেন- আপনারা এই প্যানেলকে ভোট দেবেন।’

রাহাত/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়