ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যে কারণে ভোট দিয়েই চলে গেলেন শাকিল খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:১৮, ২৮ জানুয়ারি ২০২২
যে কারণে ভোট দিয়েই চলে গেলেন শাকিল খান

উৎসবমুখর পরিবেশে শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নেন চিত্রনায়ক শাকিল খান। কিন্তু এই নায়ককে ভোটের মাঠে সরব হতে দেখা যায়নি। এমনকি ভোট দিয়েই এফডিসি ত্যাগ করেন তিনি।

এ প্রসঙ্গে শাকিল খান বলেন, ‘হঠাৎ বাসা থেকে ফোন পেলাম গৃহপরিচারিকার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দায়িত্ববোধের জায়গা থেকে হাসপাতালে যেতে হয়েছে।’

নির্বাচনে ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। শুরু থেকেই শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল ছিল চিত্রপাড়া। কিন্তু নির্বাচনী কার্যক্রমে খুব বেশি দেখা যায়নি শাকিল খানকে। 

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ। 

নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। ভোট কাস্ট হয়েছে ৩৭৯টি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়