ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হত্যার বিচার না-চাওয়া কিসের ইঙ্গিত: আশফাক নিপুণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২২ এপ্রিল ২০২২   আপডেট: ১৮:৩০, ২২ এপ্রিল ২০২২
হত্যার বিচার না-চাওয়া কিসের ইঙ্গিত: আশফাক নিপুণ

গত কয়েকদিন ধরে ‘টক অব দি কান্ট্রি’তে রূপ নিয়েছে ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘাতের বিষয়টি। এতে প্রাণ হারিয়েছেন দু’জন। সংঘর্ষে প্রাণ হারানো নাহিদ হাসানের পরিবার মামলা করতে চাননি। যদিও পরবর্তীতে মামলা হয়েছে। কিন্তু মৃতের পরিবারের বিচার না-চাওয়ার ভাবনাকে ভাবিয়ে তুলেছে নির্মাতা আশফাক নিপুণকে। প্রশ্ন ছুড়ে তিনি বলেন—‘এই যে নৃশংসভাবে হত্যার শিকার হয়েও মৃতের পরিবারের বিচার না চাওয়া- এসব কিসের ইঙ্গিত?’

সম্প্রতি রাজধানীর খিলগাঁওয়ে খুন হন এক মেয়ে। এ ঘটনায়ও মেয়েটির বাবা বিচার চাননি। বিষয়টি উল্লেখ করে ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন: ‘শুরু হয়েছিল খিলগাঁওয়ে একজন অসহায় বাবার কন্যা হত্যার বিচার না চাওয়া দিয়ে। এরপর দ্বিতীয়জন নিউ মার্কেট রণক্ষেত্রে মৃত তরুণ নাহিদের পরিবার। তৃতীয়জন নিহত মুরসালিনের পরিবারের বিচার না চাওয়া দিয়ে পালাক্রম শুরু। ধীরে ধীরে এই সংখ্যা আরো বাড়বে। বিচারহীনতা আর বিচারের দীর্ঘসূত্রিতায় আস্থা হারিয়ে এই তিন পরিবারের মতো আরো অনেক অনেক মৃতের পরিবার বিচার চাওয়া ছেড়ে দেবে।’

সাধারণ নাগরিকের বিচার না চাওয়ার প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন না নিপুণ। তার ভাষায়—‘সঠিক বিচার না পাওয়ার আশঙ্কায় বিচার না চাওয়ার এই পুঞ্জিভূত অসহায়ত্ব একদিন নিজের হাতে বিচার তুলে নেওয়ার আগ্রাসী আশঙ্কাকেই ত্বরান্বিত করে। অসহায় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সামনে পাহাড় দিয়েও তাদের ঠেকিয়ে রাখা যায় না।’

রাষ্ট্র যন্ত্রের উদ্দেশ্যে আশফাক নিপুণ বলেন, ‘রাষ্ট্রকে এই তিন নৃশংস হত্যার সঠিক (কু-রাজনৈতিক না) বিচার করতে হবে অবিলম্বে, স্ব-উদ্যোগে।’ 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়