ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অভিনয় ও প্রযোজনার পর পরিচালনায় আসছেন অঞ্জনা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৭ মে ২০২২  
অভিনয় ও প্রযোজনার পর পরিচালনায় আসছেন অঞ্জনা

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। সিনেমায় এখন কাজ না করলেও তাকে নিয়মিত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

নতুন খবর হচ্ছে এই নায়িকা এবার চলচ্চিত্রে সরব হচ্ছেন ভিন্ন পরিচয়ে। সিনেমা প্রযোজনার পর এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালনায়। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান অঞ্জনা।

এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘সবাই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সব কিছু বিবেচনা করে আমিও ভাবছি অঞ্জনা ফিল্মস থেকে সিনেমা পরিচালনা করার কথা। বর্তমানে গল্প রেডি হচ্ছে। এরপর অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত। আশাবাদী আমিও পাবে।’
‘যেহেতু আমি প্রথমবার পরিচালনায় আসছি তাই গাইড হিসেবে আমার একজন অভিভাবক থাকবেন। অনুদান না পেলে নিজ অর্থায়নে সিনেমাটি নির্মাণ করবো।’ বলেন এই চিত্রনায়িকা। 

চলচ্চিত্রে কাজ না করলেও এ অঙ্গনের মানুষের পাশে বরাবরই অঞ্জনাকে দেখা গেছে। নেতৃত্বে আছেন শিল্পী সমিতির। তবে সমিতির ২০২২-২০২৪ নির্বাচন ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘এর আগেও উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে ভোটের দিন এফডিসিতে তারকাদের সমাগমে মেতে থাকত এফডিসি। এবার কেন জানি সব কিছু এলোমেলো হয়ে গেল। এখনও দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। সেই সঙ্গে চলছে আইনি লড়াই। এখন আইন যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব।’

যে পদ নিয়ে দ্বন্দ্ব চলছে, তার প্রভাব কি শিল্পীদের ওপর পড়ছে বলে করেন? ‘অবশ্যই পড়ছে। এসব ঘটনায় অনেকেই বিরক্ত। তবে আমি কোনো বিভাজন চাই না। আশা করি, শিগগিরই এর সমাধান হবে। এখন চলচ্চিত্রের উন্নয়ন দরকার। সবার এক হয়ে কাজ করে চলচ্চিত্র এগিয়ে নিতে হবে।’ যোগ করেন এই অভিনেত্রী। 

দীর্ঘ ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে কিছু আছে? এ প্রশ্নের উত্তরে অঞ্জনা বলেন, ‘যা কিছু অর্জন করেছি তার পুরোটাই প্রাপ্তি। আমার প্রডাকশন থেকে সুন্দর একটি সিনেমা উপহার দেওয়ার আশা আছে। জানি না কতটুকু পারব। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।’ 

ঢাকা/রাহাত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়