ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বন্যা মোকাবিলায় তহবিল গঠনে মান্নার স্ত্রীর আহ্বান 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ জুন ২০২২  
বন্যা মোকাবিলায় তহবিল গঠনে মান্নার স্ত্রীর আহ্বান 

বন্যা চলাকালে ও বন্যাপরবর্তী সংকট মোকাবিলায় তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন শেলী মান্না। 

প্রয়াত নায়ক মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের ফেইসবুকে বন্যার পরিস্থিতি তুলে ধরে শেলী মান্না লিখেছেন: ‘দেশ ভাসছে বন্যায়, নিজ ভিটা ছেড়ে মানুষ আজ যাযাবর। … বুকের শব্দে শুনি শিশুর চিৎকার, মানুষের হাহাকারে চেতনায় কষ্টের ক্ষরণ। আমরাও স্থির নেই, বিগত সময়ে মান্না ফাউন্ডেশন থেকে বন্যার্তদের সহযোগিতা করা হয়েছে, এবারও বসে নেই।’

এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের লাখ লাখ মানুষ আজ অসহায়। বন্যাকবলিত এলাকার মানুষ কীভাবে দিন যাপন করছে তা আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি। আমারা যেহেতু পূর্বেও সহযোগিতা করেছি নিজ অর্থায়ন থেকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বন্যা ও বন্যাপরবর্তী সময়ে সংকট মোকাবিলা করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। 

এ ছাড়া তহবিল গঠনের জন্য সহযোগিতারও অনুরোধ জানিয়েছেন তিনি।  

প্রসঙ্গত, নায়ক মান্নার মৃত্যুর পর ২০০৯ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ‘মান্না ফাউন্ডেশন’। সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে এই সংগঠন। সংগঠনটির চেয়ারপারসন হিসেবে আছেন শেলী মান্না।
 

ঢাকা/রাহাত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়