ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার সেতু: অরুণা বিশ্বাস 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৫ জুন ২০২২  
বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার সেতু: অরুণা বিশ্বাস 

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর আজ (২৫ জুন) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু আমাদের সেতু, আমাদের আত্মমর্যাদার সেতু, বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার সেতু- বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। 

অরুণা বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘পদ্মা সেতু আমাদের সেতু। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মমর্যাদা, প্রত্যয়। বিশ্বের মানুষ আজ দেখছে, বুঝছে পদ্মা সেতু আমাদের পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাঙালির যে আত্মমর্যাদা তৈরি করে দিয়েছিলেন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথা আবারও প্রমাণ করলেন। কীভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয় দেখিয়েছেন তিনি।’

বাঙালির অভিধানে ‘পারি না, পারবো না’ এমন আর কেউ কখনও শুনবে না, দেখবে না উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘পৃথিবীতে বাঙালি যত দিন থাকবে তত দিন প্রধানমন্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে মেয়েরা আজকে যে সাহসী হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- তিনি বাঙালি নারীর অনুপ্রেরণার নাম।’

ঢাকা/রাহাত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়