ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অঞ্জনার আক্ষেপ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৮ জুন ২০২২  
অঞ্জনার আক্ষেপ

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার জন্মদিন ছিল গত ২৭ জুন। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। কিন্তু এর পরদিনই অক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। 

অঞ্জনা আজ ফেইসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন ‘২৭ জুন আমার জন্মদিন ছিল। দেশে ও দেশের বাইরে আমার অসংখ্য প্রিয় ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের ভালবাসা ও শুভেচ্ছায় আমি সত্যিই ধন্য। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, শুধু বাংলাদেশেই না, বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিকভাবে একমাত্র আমি অঞ্জনা বিশ্বের ৯টা দেশের ১৩টি ভাষার সিনেমায় অভিনয় করেছি। সমৃদ্ধ করেছি বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গন। নিরলসভাবে জড়িত আছি এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে।’

এই অভিনেত্রী বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি আক্ষেপ করে স্ট্যাটাসে আরো লিখেছেন, ‘দুঃখের বিষয় হলো আমার জন্মদিনে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সম্মানিত কার্যনির্বাহী সদস্য প্রিয় বোন রোজিনা প্রিয় বোন অরুণা বিশ্বাস (জায়েদ খান) শাহানুর ও জয় চৌধুরী ছাড়া আর একজনও আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। অথচ বর্তমান কমিটির অনেকের জন্মদিনে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং কল করে তাদের শুভেচ্ছা জানিয়েছি।’

‘শুভেচ্ছা জানালে বা না-জানালে আমার কিছু আসে যায় না। কিন্তু এতোটি বছর চলচ্চিত্রে অভিনয় করার পর সবার কাছ থেকে এটুকু ভালোবাসা নিতান্ত প্রাপ্য। বর্তমান শিল্পী সমিতির কমিটির অনেকের এ রকম ব্যবহারে সত্যিই আমি মর্মাহত। আর কিছুই বলার নেই।'

অঞ্জনা অভিনয় ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্যের দায়িত্ব পালন করছেন।
 

ঢাকা/রাহাত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়