ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘কারাগার’-এ চঞ্চল, প্রশংসার ঢল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২ আগস্ট ২০২২   আপডেট: ১৭:৩৮, ২ আগস্ট ২০২২
‘কারাগার’-এ চঞ্চল, প্রশংসার ঢল

‘কারাগার’-এ এমন লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

পরনে ছেঁড়া পোশাক। দৃষ্টি স্থির। বিষণ্ন মুখ। একটি বন্ধ ঘরের ফাঁক গলে আলো এসে পড়েছে ওই তেল চিটচিটে মুখে। একটি স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

‘তাকদীর’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকি নির্মাণ করেছেন নতুন সিরিজ ‘কারাগার’। এ সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। হইচইয়ের এই সিরিজে এমন লুকে দেখা যাবে ভার্সেটাইল এই অভিনেতাকে।

চঞ্চল চৌধুরী তার ফেসবুকে ‘কারাগার’ সিরিজের লুকটি প্রকাশ করেছেন। তারপর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন তিনি। নিরজা সাহা লিখেছেন, ‘অনেক অনেক শুভ কামনা দাদা। অপেক্ষায় রইলাম তকদীরের মতো আরো একটা মাস্টারপিস দেখার জন্য।’ পাশা লিখেছেন, ‘অপেক্ষায় লিজেন্ড।’ মি. রায় লিখেছেন, ‘মুগ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম প্রিয় শিল্পী।’ জগন্নাথ চৌধুরী লিখেছেন, ‘একটার পর একটা ধামাক্কা। অপেক্ষায় আছি দাদা।’ সৌরদীপ্তা লিখেছেন, ‘প্রতিটি চরিত্রে এই মানুষটি আগুন।’

নিজের চরিত্র নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘‘কারাগার’ সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। এটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে যথেষ্ট আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়।’’

তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সবকিছু ঠিকঠাক রাখার জন্য এফোর্ট দিতে হয়েছে। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।’

এ ওয়েব সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়