ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লুঙ্গি পরেই সিনেমা দেখলেন সেই সামান আলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৫ আগস্ট ২০২২   আপডেট: ১১:৪৩, ৫ আগস্ট ২০২২
লুঙ্গি পরেই সিনেমা দেখলেন সেই সামান আলী

আলোচনা-সমালোচনার পর লুঙ্গি পরেই সিনেমা দেখলেন সেই সামান আলী সরকার। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানী মিরপুরের সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে পরিবারসহ ‘পরাণ’ সিনেমা দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজসহ অনেকে।

অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা সিনহা মিম তার ফেসবুকে লিখেন, ‘‘সামান আলী সরকার চাচার সাথে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। ‘পরাণ’ নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ ভুল বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। ‘পরাণ’ জনমানুষের সিনেমা। ‘পরাণ’ নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ—দেখতে ভীষণ ভালো লাগছে।’’

গতকাল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামান আলী সরকারকে সিনেমা দেখার আমন্ত্রণ জানায়। ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন লিখেছেন, ‘আমরা উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ওনাকে ও ওনার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের কথা রেখেছেন ও বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ সিনেমাটি দেখছেন। সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তার পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।’

জানা যায়, গত বুধবার ‘পরাণ’ সিনেমা দেখার জন্য হলে গিয়েছিলেন সামান আলী সরকার। টিকিটি না পেয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় এক যুবকের সঙ্গে কথা হয় তার। প্রবীণ সামান আলী বলেন—‘আমি লুঙ্গি পরে আইছি এইজন্য আমার কাছে টিকিট বিক্রি করে নাই।’ পরে সিনেমা না দেখে ফিরে যান ওই ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামান আলীকে সিনেমা দেখানোর ব্যবস্থা করেন।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়