ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিল্ম আর্কাইভে ‘মুখ ও মুখোশ’র সেই পিয়ানো

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১০ আগস্ট ২০২২   আপডেট: ১৮:২৮, ১০ আগস্ট ২০২২
ফিল্ম আর্কাইভে ‘মুখ ও মুখোশ’র সেই পিয়ানো

দেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর চিত্রনাট্য, স্থিরচিত্র ও পিয়ানো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে সিনেমার অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের হাতে এসব তুলে দেন। এ সময় সিনেমাটির গান রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত পিয়ানোটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মো. মোফাকখারুল ইকবাল প্রমুখ। জেসমিন জামান বলেন, ‘সিনেমার স্ক্রিপ্টের জন্য ফিল্ম আর্কাইভ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তার অনেক কিছুই আমরা পরম যত্নে রেখেছি। আমরা মনে করি, এগুলো দেশের মানুষের। তাই জাদুঘরে রাখা হলে সবাই দেখতে পারবেন, বাবার সম্পর্কে জানতে পারবেন।’

১৯৫৬ সালে সিনেমাটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। সে বছর ৩ আগস্ট এটি মুক্তি পায়। 

ঢাকা/রাহাত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়