ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজের প্রশ্ন, তোমরা কি ছাগল না পাগল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৪ আগস্ট ২০২২   আপডেট: ১২:৫৭, ১৪ আগস্ট ২০২২
রাজের প্রশ্ন, তোমরা কি ছাগল না পাগল

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে তার নির্মিত ‘ধর্মযুদ্ধ’ সিনেমা। এতে একঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন—শুভশ্রী গাঙ্গুলি, পার্নো মিত্র, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ।

মুক্তির কয়েক দিনের মাথায় সিনেমাটি বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। এ নিয়ে টুইটারে হ্যাশট্যাগ চালু করেছে। অভ্র নীল হিন্দু নামে একটি আইডি থেকে সিনেমাটির পোস্টার পোস্ট করে লিখেছে, ‘রাজ চক্রবর্তী পরিচালনা মুভি ধর্মযুদ্ধ। শ্রীমদভাগবতগীতার শ্লোক পড়ে মানুষের গলা কাটা দেখানো হয়েছে সিনেমাটিতে। যেটা হিন্দু ধর্মের কোথায়ও নেই।’

হ্যাশট্যাগ দিয়ে আরো লিখেন, ‘জ্ঞানত #হিন্দু ধর্মটাকে #টার্গেট করে নির্মিত হিন্দুবিরোধী মুভিটাকে #বয়কট_করুন। #বয়কট ধর্মযুদ্ধ।’

এ নিয়ে অন্তর্জালে জোর সমালোচনা চলছে। বিষয়টি পরিচালক রাজ চক্রবর্তীরও নজর এড়ায়নি। টুইটারের এই পোস্টটি শেয়ার করে এই নির্মাতা লিখেন, ‘‘ধর্মযুদ্ধ’-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কি ছাগল না পাগল?’’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়