ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কহে বীরাঙ্গনা’র বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৪৯, ১৮ আগস্ট ২০২২
‘কহে বীরাঙ্গনা’র বিশেষ প্রদর্শনী

মণিপুরী থিয়েটারের আলোচিত প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জের ঘোরামারার নটমণ্ডপে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি।

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে নাটকটির নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা।

মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধস্পৃহাকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে রূপায়িত করা হয়েছে। যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি। ‘কহে বীরাঙ্গনা’ নাটকের মূল উপজীব্য চার নারীর চারটি চিঠি। এগুলো হলো-দুষ্মন্তের প্রতি শকুন্তলার, অর্জুনের প্রতি দ্রৌপদীর, জয়দ্রথের প্রতি দুঃশলার ও নীলধ্বজের প্রতি জনার।

নাটকটির সংগীতে রয়েছেন-শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন-স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া। দৃশ্য সজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।

২০১০ সালের ৩০ ডিসেম্বর নগরীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কহে বীরাঙ্গনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়। এরপর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার আমন্ত্রণে কলকাতায় নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়ায়।

তা ছাড়া মণিপুরি থিয়েটারের ২৭তম এ প্রযোজনা সেরা মঞ্চনাটক হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রদত্ত আব্দুল জব্বার খান পদক অর্জন করে। এ ছাড়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসাম ও ত্রিপুরায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়