ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রভাসের সঙ্গে সুরিয়া-দুলকার সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২২
প্রভাসের সঙ্গে সুরিয়া-দুলকার সালমান

‘বাহুবলি’ সিনেমাখ্যাত তারকা অভিনেতা প্রভাস। এবার পর্দায় তার সঙ্গে দেখা যাবে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা সুরিয়া ও দুলকার সালমানকে।

প্রভাসের পরবর্তী সিনেমাগুলোর একটি ‘প্রজেক্ট কে’। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আরো আছেন— অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি। এতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে সুরিয়া ও দুলকারকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে তথ্যটি জানা গেছে।

‘প্রজেক্ট কে’ সিনেমাটি প্রযোজনা করছে বিজয়ন্তী মুভিজ। ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা তেলেগু ও হিন্দি ভাষায় শুটিং হচ্ছে। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই সিনেমার শুটিং চলছে।

সায়েন্স ফিকশন ঘরানার ‘প্রজেক্ট কে’ আগামী বছর ১৮ অক্টোবর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তেলেগু-হিন্দি ছাড়াও তামিল, ইংরেজি, কন্নড় ও মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

/মারুফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়