ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নিষিদ্ধপল্লি নিয়ে সিনেমার বিষয়ে কিছু জানি না’

প্রকাশিত: ১৬:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২২
‘নিষিদ্ধপল্লি নিয়ে সিনেমার বিষয়ে কিছু জানি না’

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির ‘পরাণ’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি এবার ‘টানবাজার’ সিনেমা প্রযোজনা করছে বলে জানান সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ। তবে লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত বললেন ভিন্ন কথা।

নতুন প্রজন্মের নির্মাতা রাশিদ পলাশ ‘টানবাজার’ নামের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, ‘টানবাজার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রব্বানী। এক সপ্তাহের মধ্যে অভিনয়শিল্পীর নাম ঘোষণা করবো। লোকেশন ও শিল্পী নির্বাচনের কাজও চলছে। এ বছর সিনেমাটির শুটিংয়ে যাবো, সেভাবেই কাজের প্লানিং চলছে। এ সিনেমাটি প্রযোজনা করবে লাইভ টেকনোলজি।

এদিকে এ প্রসঙ্গে লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত রাইজিংবিডিকে বলেন, নিষিদ্ধপল্লি নিয়ে সিনেমার বিষয়ে কিছু জানি না। রাশিদ পলাশের সঙ্গে সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি।

/রাহাত/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়