ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আমিও ডিপ্রেশনে ভুগেছি: দেব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২২
আমিও ডিপ্রেশনে ভুগেছি: দেব

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব। সিনেমার পাশাপাশি রাজনীতিতেও সমানতালে মাঠ কাঁপাচ্ছেন তিনি। কিন্তু তার জীবনেও উত্থান-পতন রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘কাছের মানুষ’। সিনেমাটির বিষয়বস্তু ডিপ্রেশন। এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে উত্থান-পতন থাকে। সেটা জীবনের অঙ্গ। উঠলে তোমাকে নামতে হবেই। ডিপ্রেশনে আছি মানেই সুইসাইড করতে যাব তা নয়, আমিও ডিপ্রেশনে ভুগেছি।’

জীবনে কোনো কিছু শেষ হওয়া মানে জীবনটা শেষ হওয়া নয় বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যখন সাংসদ হলাম, তখন আমার সিনেমা পরপর ফ্লপ করা শুরু করল। তখন আমি দেখলাম নায়িকারা আমাকে এড়িয়ে চলছে। সবাই বলেছিল আমি শেষ হয়ে গেছি। কিন্তু আমার গত কয়েকটা সিনেমা ভালো ব্যবসা করেছে। এমনও হয়েছে যে নায়িকাকে নিয়ে পোস্টার প্রকাশ করেছি সে আমার সিনেমা ছেড়ে চলে গেছে। শুটিংয়ের আগে না বলে দিয়েছে। আমার হাউসফুল সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার শেষ চার সিনেমা চলেছে। জীবনে কোনো কিছু শেষ হওয়া মানে জীবনটা শেষ হওয়া নয়। সব পরিস্থিতি থেকেই ফিরে আসা যায়।’

‘কাছের মানুষ’ সিনেমায় দেব ছাড়াও আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইশা সাহা প্রমুখ।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়