ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অবশেষে ‘কাজলরেখা’ নিয়ে আসছেন তারা

প্রকাশিত: ১৮:৪৫, ৫ অক্টোবর ২০২২  
অবশেষে ‘কাজলরেখা’ নিয়ে আসছেন তারা

জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম প্রায় একযুগের বেশি সময় ধরে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন। অবশেষে ‘কাজলরেখা’ শিরোনামের সেই সিনেমার শুটিং শেষ করলেন। নেত্রকোণার দুর্গাপুরে সিনেমাটির শুটিং শেষ করে বুধবার (৫ অক্টোবর) ভোরে ঢাকায় ফিরেছে পুরো টিম।

সিনেমাটি রূপকথার গল্প, প্রায় ৪০০ বছর আগের কাহিনি। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই চিত্রনাট্যের রূপ প্রদান ও সংলাপ বিন্যাস করেছেন পরিচালক নিজেই। সিনেমা প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘৪০০ বছর আগে সবকিছু যেমন ছিল, সেট-কস্টিউম সেভাবেই বানাতে হয়েছে। সাধারণত যে বাজেটে সিনেমা হয়, তার থেকে তিনগুণ বেশি বাজেট লাগছে। এখন শুটিং শেষ; আগামী ফেব্রুয়ারিতে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।’

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান দুটি চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশীদ মিথিলাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়