ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসুস্থ ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে পোস্ট, তোপের মুখে ঋত্বিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:৪৪, ১৭ নভেম্বর ২০২২
অসুস্থ ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে পোস্ট, তোপের মুখে ঋত্বিক

স্ট্রোকের পর থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা অস্থিতিশীল; তার রক্তচাপ ওঠানামা করছিল। গতকাল সকালে পর পর কয়েকবার হৃদরোগে আক্রান্ত হন। সিপিআর দিয়ে এ যাত্রায় তাকে ফেরানো গেলেও পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। ডাক্তারদের ভাষ্য—ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ঐন্দ্রিলার সুস্থতা কামনা করে কলকাতার শোবিজ অঙ্গনের তারকারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বলা যায়, বিষয়টি এখন ওপার বাংলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এদিকে, অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর একটি ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বুধবার (১৬ নভেম্বর) ঋত্বিক লিখেন— ‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয়, তিনি ফেসবুক করেন তো।’

অধিকাংশ নেটিজেনদের ভাবনা, এ পোস্টে পরোক্ষভাবে ঐন্দ্রিলার কথা বলছেন ঋত্বিক। তা ছাড়া দুঃসময়ে যুক্তি দেখিয়ে মানবিকতা-বিশ্বাসের মূলে আঘাত হেনেছেন বলে অভিযোগ করেছেন ঋত্বিকের বিরুদ্ধে। এক প্রকার তোপের মুখে পড়েছেন এই অভিনেতা।

অনির্বাণ নামে একজন লিখেছেন, ‘এই দিনটা আপনার জীবনে যেন না আসে, যার জন্য আপনাকে মানুষের কাছে এসে প্রার্থনা চাইতে হয়। শুভ বুদ্ধির উদয় হোক।’ রিমি নামে একজন লিখেন, ‘আপনি কীভাবে এতটা বিজ্ঞ? সবাই মিলে কিছু একটা চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। আপনি এত বিজ্ঞ তাহলে ‘ল অব অ্যাট্রাকশন’ তো জানা দরকার। কাউকে কষ্টে চুটকুলি মজা মারবেন না। কর্ম বলেও একটা জিনিস আছে, আপনারাও সিনেমার জন্য দর্শকদের কাছে ভিক্ষা চাইবেন না। আপনারা এত নোংরা মানসিকতার ভাবা যায় না।’

ঋত্বিকের পোস্ট ঘিরে যখন সরগরম ফেসবুক, তখন আরেকটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যাতে তিনি দাবি করেছেন—ঐন্দ্রিলাকে নিয়ে এ পোস্ট দেননি। ঋত্বিকের ভাষায়—‘কাল একটা পোস্ট করেছিলাম, পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভালো হতো৷ যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন।’

কিছুটা ব্যাখ্যা করে ঋত্বিক বলেন, ‘আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যম হিসেবে ফেসবুকের পাবলিক পোস্ট কেমন? বা প্রার্থনার ডকুমেন্টেশান রেখে দেওয়ার তাগিদ অনেকের মধ্যে অনেক দিন ধরেই দেখছি বলে কথাগুলো মাথায় এসেছে। ঐন্দ্রিলার জন্য সবাই মন থেকে প্রার্থনা করছেন, করবেনও। চাইলে ফেসবুকেও করুন। আমাদের সবার চাওয়া সবাই তার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুক।’

গতকালের পোস্টে এ পর্যন্ত মন্তব্য পড়েছে প্রায় ১৫০০টি। কিন্তু আজকের পোস্টে কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন তিনি। যার জন্য ঋত্বিকের নতুন বয়ানে নিজেদের ভাবনার কথা জানাতে পারেননি নেটিজেনরা। তবে তাদের দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল হয়নি। কারণ কলকাতায় তারকাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে আর কেউ হাসপাতালে ভর্তি নেই। তাই নেটিজেনদের দাবি—ঐন্দ্রিলাকে কেন্দ্র করেই এই পোস্ট দিয়েছেন ঋত্বিক।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়