ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

আত্মহত্যার আগে মালাইকাকে ফোনে কী বলেছিলেন তার বাবা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:০০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আত্মহত্যার আগে মালাইকাকে ফোনে কী বলেছিলেন তার বাবা?

গতকাল সকাল ৯টার দিকে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনীল মেহতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এ ঘটনায় স্তম্ভিত পুরো বলিপাড়া। প্রশ্ন উঠেছে এমন ঘটনা কেন ঘটালেন অনীল!

গতকাল সকালে বান্দ্রার বাড়িতে ছিলেন না মালাইকা। একটি কাজে পুনেতে ছিলেন। তবে আত্মহত্যার আগে মালাইকা ও তার বোন অমৃতার সঙ্গে ফোনে কথা বলেছিলেন অনীল মেহতা। বাবার সঙ্গে ঠিক কী কথা হয়েছিল মালাইকার? এ বিষয়ে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, অনীল মেহতা তার দুই কন্যাকেই ফোন করে বলেছিলেন— ‘আমি ক্লান্ত।’

আরো পড়ুন: অভিনেত্রী মালাইকার পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা

আরো পড়ুন:

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার আয়েশা ম্যানোর বিল্ডিংয়ের সপ্তম তলার বারান্দা থেকে ঝাঁপ দেন মালাইকার বাবা অনীল। গতকাল রাত ৮টার দিকে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। এ রিপোর্টে জানা যায়, অনীল মেহতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

অনীল মেহতার আত্মহত্যার ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। তবে পুলিশের দাবি— আত্মহত্যাই করেছেন অনীল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়