ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি কোনো কিছু লুকাতে চাই না: পরীমণি

প্রকাশিত: ১৭:২১, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:১২, ৩০ অক্টোবর ২০২৪
আমি কোনো কিছু লুকাতে চাই না: পরীমণি

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী তিনি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ জীবনের অনুসঙ্গ। এসব বিষয়ও লুকাতে চান না এই লাস্যময়ী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না।’

ব্যাখ্যা করে পরীমণি বলেন, ‘যেমন: এই প্রেম বলুন, বিয়ে বলুন, বাচ্চা বলুন, ডিভোর্স বলুন এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলুন— এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।’

গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত হয় ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের ট্রেইলার। যেখানে উপস্থিত ছিলেন পরীমণি, পরিচালক অনম বিশ্বাসসহ অনেকে।

সিরিজটিতে পরীমণি অভিনয় করেছেন সুপ্তি চরিত্রে। সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না। সুপ্তিকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে, আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তি চরিত্রটি করে ফেলেছি।’

আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে অনম বিশ্বাস পরিচালিত এই ওয়েব সিরিজ। ক্যারিয়ারের প্রথম সিরিজে পরীমণির সঙ্গী হয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়