ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ঘরে শান্তি চাইলে মাঝে মাঝে স্ত্রীর পা স্পর্শ করুন: বিক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:২০, ৮ নভেম্বর ২০২৪
ঘরে শান্তি চাইলে মাঝে মাঝে স্ত্রীর পা স্পর্শ করুন: বিক্রান্ত

আকাশে চাঁদ আলো ছড়াচ্ছে। বাড়ির ছাদে চাঁদের আলো ছাড়াও কিছুটা কৃত্রিম আলো রয়েছে। সেখানে দাঁড়িয়ে থাকা স্ত্রী শীতল ঠাকুরের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

গত ২১ অক্টোবর বিকালে ‘টুয়েলভথ ফেল’খ্যাত অভিনেতা বিক্রান্ত নিজের ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়। আর ছবির ক্যাপশনে তিনি লেখেন— ‘ঘর।’ এসব ছবি প্রকাশ্যে আসার পর, তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রশংসা করার পাশাপাশি নেটিজেনদের বড় একটি অংশ আক্রমণ করে মন্তব্য করতে থাকেন। এতদিন নীরব থাকার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিক্রান্ত।

লালনটপকে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। এ আলাপচারিতায় স্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার প্রসঙ্গ তুলেন সঞ্চালক। ব্যাখ্যা করে বিক্রান্ত ম্যাসি বলেন, ‘আমি ৬টি ছবি শেয়ার করেছিলাম। সেখানকার চারটি ছবি আলোচনার বিষয়বস্তুতে রূপ নেয়। কিছু মানুষ এসব ছবি পছন্দ করেছেন। পাশাপাশি অন্যরা আমাকে আঘাত দিয়েছেন। আমি বুঝতে পারছি না, এটা কেন?’

এরপর পরামর্শ দিয়ে বিক্রান্ত ম্যাসি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনি যদি ঘরে শান্তি চান, তবে মাঝে মাঝে আপনার স্ত্রীর পা স্পর্শ করুন।’
 
বিক্রান্ত তার স্ত্রীকে বাড়ি এবং জীবনের লক্ষ্মী মনে করেন। তার ভাষায়— ‘মানুষ এসব ছবি ভাইরাল করেছে। সে (শীতল) আমার বাড়ির লক্ষ্মী। সুতরাং আমার লক্ষ্মীর পা স্পর্শ করাতে ভুল কিছু দেখি না।’

স্ত্রী শীতল বিক্রান্তের জীবন বদলে দিয়েছেন। বাকি জীবন স্ত্রীর পা স্পর্শ করতে চান। এ তথ্য উল্লেখ করে বিক্রান্ত ম্যাসি বলেন, ‘আমি গর্ব করে বলছি, সে ১০ বছর আগে আমার জীবনে এসেছে এবং ইতিবাচকভাবে সে আমার জীবন বদলে দিয়েছে। এমনকি যখন সে আমার জীবনে আসে, তখন থেকে ভালো কিছুই ঘটছে এবং তা চলমান। সুতরাং আমি তার পা স্পর্শ করেই যেতে চাই।’

ভারতে বেশ কিছু রাজ্যে বিবাহিত নারীদের কাছে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো, কারওয়া চৌথ বা করবা চৌথ। এ দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে সূর্যোদয়ের সময় থেকে উপোষ করেন নারীরা এবং সন্ধ্যায় চাঁদ দেখার পর উপোষ ভাঙেন। গত ২১ অক্টোবর ছিল করবা চৌথ। মূলত, করবা চৌথ উদযাপনের সময়ে এসব ছবি তুলেছিলেন বিক্রান্ত-শীতল।

একতা কাপুর প্রযোজিত ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিরিজে একসঙ্গে দেখা যায় বিক্রান্ত-শীতলকে। ২০১৫ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১৯ সালে বাগদান সারেন, ২০২২ সালে পারিবারিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। গত ৭ ফেব্রুয়ারি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়