ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

‘ক্যান্ডিম্যান’ তারকা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৯ নভেম্বর ২০২৪  
‘ক্যান্ডিম্যান’ তারকা মারা গেছেন

মার্কিন অভিনেতা টনি টড মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল রের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

টনি টডের মুখপাত্র জেফরি গোল্ডবার্গ টিএমজেড-কে বলেন, ‘গত বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল রের বাড়িতে প্রাকৃতিক কারণে মারা গেছেন টনি টড।’

স্কাই নিউজ জানিয়েছে, ভৌতিক ঘরানার ‘ক্যান্ডিম্যান’ সিনেমায় অভিনয় করে অধিক খ্যাতি কুড়ান টনি টড। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

টনি টডের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে জানা যায়, ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। এ বিষয়ে টনির পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৯৫৪ সালের ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন টনি টড। ১৯৮৬ সালে ‘স্লিপওয়াক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর চলচ্চিত্রের কাজ নিয়ে অধিক ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে ১৯৯২ সালে ‘ক্যান্ডিম্যান’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান টনি। হরর ঘরানার এ সিনেমা ফ্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।

টনি টড অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো— ‘ক্যান্ডিম্যান’, ‘ফাইনাল ডেস্টিনেশন’, ‘দ্য ক্রু’, ‘স্টার টেক’, ‘ট্রান্সফরমারস’, ‘নাইট অব দ্য লিভিং ডেড’, ‘দ্য ম্যান ফ্রম আর্থ’ প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়