ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

সিনেমায় এখন মৌলিক কিছু করা সম্ভব নয়: অনির্বাণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৫৭, ১৪ নভেম্বর ২০২৪
সিনেমায় এখন মৌলিক কিছু করা সম্ভব নয়: অনির্বাণ

ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। পরবর্তীতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। পরিচালক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন অনির্বাণ। দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে এ অভিনেতা জানালেন, সিনেমায় এখন আর মৌলিক কিছু করা সম্ভব নয়।

অনির্বাণ অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে এর ট্রেইলার। সিরিজটির ট্রেইলার দেখার পর অনেকেই রাজকুমার রাও অভিনীত ‘গানস অ্যান্ড গুলাব’-এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই?

এ প্রশ্নের জবাবে অনির্বাণ ভট্টাচার্য বলেন, “এটা একটা প্রবৃত্তি। নতুন কিছু এলে তার সঙ্গে আগে দেখা কোনো জিনিসকে মিলিয়ে নেওয়ার প্রচেষ্টা। একটি ছেলে আর মেয়ে নৌকায় হাত ধরে থাকলে তার সঙ্গে একটু ‘টাইটানিক’ বা একজন বাবার কাঁধে ছেলেকে দেখলে তার সঙ্গে ‘অপুর সংসার’-কে মিলিয়ে দেখা হয়। তাতে কোনো সমস্যা নেই। আর আমি নিজে খুব একটা মৌলিকত্বে বিশ্বাস করি না। কারণ সিনেমায় এখন আর মৌলিক কিছু করা সম্ভব নয়। ‘গানস অ্যান্ড গুলাব’ আশির দশকের গল্প। আমাদের সিরিজের গল্পটা সমকালীন।”

আরো পড়ুন:

আগামীকাল (১৫ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে ‘তালমার রোমিও জুলিয়েট’। এ সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত রাহা ও হিয়া রায়। অন্যতম মুখ্য চরিত্র অর্থাৎ সৃজনশীল পরিচালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সিরিজটি পরিচালনা করছেন অর্পণ গড়াই।

অনির্বাণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ঈগলের চোখ, আরশি নগর, কলকাতায় কলম্বাস, ধনঞ্জয়, দেবী প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়