ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আমরা নতুন উদ্যোক্তাদের পাশে থাকব’

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা নতুন উদ্যোক্তাদের পাশে থাকব’

নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করবে ‘চায়না ইমপোর্ট এক্সপ্রেস বিডি লজিস্টিকস’ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আসিফ।

বুধবার তার নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, ‘বর্তমানে যেমন শিক্ষিতদের সংখ্যা বাড়ছে, তেমন বেকারের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। সব বেকারদের একসাথে কাজ দেয়াও সম্ভব নয়। তাই, তরুণরা চাকরি না খুঁজে, সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে। আর তাদের পাশে আমাদের প্রতিষ্ঠান থাকবে।’

বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সিপিং এজেন্ট রয়েছে তার মধ্যে রাজধানী মিরপুরের ‘চায়না ইমপোর্ট এক্সপ্রেস বিডি লজিস্টিকস’ অন্যতম। প্রায় ৫ বছর সুনামের সাথে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একজন সফল তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ৷

এছাড়াও তিনি অনলাইন উদ্যোক্তাদের সহযোগিতা করে ডিজিটাল বাংলাদেশের ই-কমার্স ব্যবসা উন্নত করতে চান৷ নতুন উদ্যোক্তাদেরও ইমপোর্ট সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি৷

নতুন উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠানটির কার্যতালিকা

  • সোর্সিং, বায়িং এবং সিপিং অ্যাজেন্ট হিসেবে কাজ করে।
  • বাই এয়ার ও শিপে দ্রুত সময়ে কাস্টমারের কাছে পণ্য সঠিক সময়ে পৌঁছে দেয়।
  • নতুন উদ্যোক্তাদের ই-কর্মাস ব্যবসায় পণ্য সরবরাহ করতে সহযোগিতা করে।
  • মূলত চায়না, ইউএসএ, ইউকে থেকে পণ্য আমদানিতে ছোট বড় ও মাঝারি ব্যবসায়ীদের সহযোগিতা করে।

কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রির পণ্য আমদানিতে যে জটিলতা রয়েছে, সেগুলো কাটিয়ে কাস্টমারের কাছে সঠিক সময়ে পণ্য পৌঁছে দেয়া।


ঢাকা/তারিফুল ইসলাম/মাহি  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়